সাকিবের ব্যাটের ভিত্তিমূল্য ৫ লাখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২২ এপ্রিল ২০২০
সাকিবের ব্যাটের ভিত্তিমূল্য ৫ লাখ

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলা সাকিব আল হাসানের ঐতিহাসিক ব্যাটটির নিলাম শুরু হয়েছে। বিশ্বকাপে এ ব্যাট দিয়ে ৬০৬ রান করেছিলেন সাকিব। এছাড়া একদিনের ক্রিকেটে রান করেছেন প্রায় ১৫শ’। অকশন ফর অ্যাকশন ফেসবুক পেজে বিকেল ৩টা থেকে শুরু হয়েছে এ নিলাম।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের দরিদ্র ও অবহায়দের সাহায্যে ব্যয় করার জন্য এ স্মৃতি জড়িত এ বিক্রি করছেন সাকিব আল হাসান। ব্যাটটি ভিত্তিমূল ধরা হয়েছে ৫ লাখ টাকা।

নিলামের বিডিং চলবে বুধবার রাত ১১টা পর্যন্ত। তার আগে রাত ১০টায় ফেসবুক লাইভে নিলামে অংশ নেবেন সাকিব আল হাসান।

নিলামে অংশ নেওয়া নিয়ম
Auction 4 Action ফেসবুক পেইজে পোস্টে কমেন্ট করে বা পেইজের ইনবক্সেও নাম প্রকাশ না করে বিড করা যাবে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর আহ্বানকারীকে বিজয়ী ঘোষণা করা হবে।

বিডারকে অবশ্যই বিজয়ী হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে একটি চ্যারেটি প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ করতে হবে। আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ার পর অফিশিয়ালিভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে বিক্রি করছেন সাকিব

বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে বিক্রি করছেন সাকিব

কাঁকড়া ফার্মে বিক্ষোভের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সাকিব

কাঁকড়া ফার্মে বিক্ষোভের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সাকিব

ভারতীয় ক্রিকেটারের টি-টোয়েন্টি একাদশে সাকিব, নেই কোহলি

ভারতীয় ক্রিকেটারের টি-টোয়েন্টি একাদশে সাকিব, নেই কোহলি

ভারত বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের পরিচর্যার প্রয়োজন : সাকিব

ভারত বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের পরিচর্যার প্রয়োজন : সাকিব