সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা বানি আমিন বিশ্বাস। মৃ্ত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার এ মৃত্যুতে শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
রোববার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় তিনি বলেন, আমি বানি আমিন বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।
এছাড়া ইমরুল কায়েসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বলেন, আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
২৩ মার্চ (সোমবার) সকাল ১০টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পাশে একটি আলমসাধুর সাথে ধাক্কায় আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলেন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যাওয়া সহ কানে আঘাত পেয়েছেন।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মেহেরপুর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেদিনই অবশ্য আরও উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে ঢাকাতে নিয়ে আসা হয় ইমরুলের বাবাকে।
ঢাকাতে আনার পর তার অবস্থার খুব একটা উন্নতি হয়নি। পরে ডাক্তারদের পরামর্শে তাকে রাখা হয় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে। তাতেও শেষ রক্ষা হয়নি ইমরুল কায়েসের বাবার। চলে গেলেন না ফেরার দেশে।