প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে পিসিবির কোটি রুপির অনুদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৮ এপ্রিল ২০২০
প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে পিসিবির কোটি রুপির অনুদান

প্রাণঘাতি করোনাভাইরাসের মহামারীতে সহায়তার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিলিফ ফান্ডে এক কোটি পাঁচ লাখ রুপি অনুদান দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি এ তথ্য জানিয়েছে।

এর আগে করোনভাইরাসের কারণে সহায়তার জন্য গত ২৫ মার্চ বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের ত্রাণ তহবিলে অবদান রাখতে আহ্বান জানায় পিসিবি।

এ বিষয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, প্রধানমন্ত্রীর কোভিড-১৯ রিলিফ ফান্ডে অবদানের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ সকল খেলোয়াড় এবং বোর্ড কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। ক্রিকেট আবারও প্রমাণ করলো যে, এটি ভক্ত ও সমর্থকদের জন্য কতটা মূল্যবান এবং আশা করি এটা অব্যাহত থাকবে।

দেশটির আন্তঃরাষ্ট্র প্রদেশের সমন্বয় মন্ত্রী ডা. ফেহমিদা মির্জা এ বিষয়ে বলেন, পিসিবি অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা, যারা এই মহামারী সম্পর্কে সচেতনতা তৈরি করতে জনষেবামূলক বার্তা ছড়িয়ে দিয়ে সরকারকে সহায়তা করেছে। সরকারের পক্ষ থেকে পিসিবিকে ধন্যবাদ জানাই।

পাকিস্তানে এখন পর্যন্ত (১৮ এপ্রিল) প্রাণঘাতি করোনাভাইরাসে ৭ হাজার ৪৮১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৪৩ জন। এছাড়া চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন ১ হাজার ৮৩২ জন।

এদিকে করোনাভাইরাসের জন্য সারাবিশ্বের ন্যায় পাকিস্তানেও বন্ধ রয়েছে সকল ক্রীড়া ইভেন্ট। প্রাণঘাতি এ ভাইরাসের কারণে গ্রুপ পর্বের খেলা শেষ হলেও দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের আগেই পিএসএল বন্ধ করতে বাধ্য হয় পাকিস্তান।



শেয়ার করুন :


আরও পড়ুন

আফ্রিদি ফাউন্ডেশনের পাশে দাঁড়ালো পাক ক্রিকেটাররা

আফ্রিদি ফাউন্ডেশনের পাশে দাঁড়ালো পাক ক্রিকেটাররা

বিদেশি লিগে খেলা নিয়ে পিসিবির নতুন নিয়ম

বিদেশি লিগে খেলা নিয়ে পিসিবির নতুন নিয়ম

৪ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন পিসিবি

৪ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন পিসিবি

বিশ্বকাপে ভারত, আইসিসির সিদ্ধান্ত মানছে না পাকিস্তান

বিশ্বকাপে ভারত, আইসিসির সিদ্ধান্ত মানছে না পাকিস্তান