‘করোনা লড়াইয়ে জিততে প্রয়োজন তিনটি গুণ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ এএম, ১৭ এপ্রিল ২০২০
‘করোনা লড়াইয়ে জিততে প্রয়োজন তিনটি গুণ’

প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে পুরো বিশ্ব। চিকিৎসক থেকে শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষও লড়ছে এ মহামারির বিরুদ্ধে। পুরো বিশ্ব এ ভাইরাসের বিপক্ষে কঠিন এক পরীক্ষায় নেমেছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।

অস্ট্রেলিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে চ্যাপেল বলেন, ‘এ লড়াইয়ে জিততে গেলে সকলের তিনটি গুণ অবশ্যই থাকতে হবে। আর তাহলো- ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং উদ্যম।’

ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং উদ্যম -এ তিনটি গুণ একজন ভালো টেস্ট ক্রিকেটারের মধ্যে থাকে মনে করছেন চ্যাপেল। আর সেটি ভারতের শচীন টেন্ডুলকারের মধ্যেই দেখেছেন তিনি। তাই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য টেন্ডুলকারকে অনুসরণ করার আহ্বানও জানান তিনি।

চ্যাপেল বলেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় খেলতে হলে সকল খেলোয়াড়কে ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং উদ্যম প্রয়োজন পড়ে একজন ক্রিকেটারের। যার সবকিছুই ছিলো টেন্ডুলকারের মধ্যে। তাই সকলে টেন্ডুলকারকে অনুসরণ করতে পারে।’

১৯৯৮ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে টেন্ডুলকারের ব্যাটিং নৈপুন্য উদাহরণ হিসেবে তুলেও ধরেন চ্যাপেল। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসটি টেন্ডুলকারের ক্রিকেট জীবনের সেরা বলে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, ‘প্রথম ইনিংসে ওয়ার্নের বলে আউট হয়েছিল টেন্ডুলকার। বড় ইনিংস খেলতে পারেনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ওয়ার্নের ওপর চড়াও হয় সে। চতুর্থ উইকেট ভেঙে যাওয়ায় রাউন্ড দ্য উইকেটে বল করতে আসেন ওয়ার্ন। এমন পরিস্থিতিতে খেলার প্রস্তুতি টেন্ডুলকার আগেই নিয়ে রেখেছিল। ধৈর্য, দৃঢ়তা ও একাগ্রতাকে কাজে লাগিয়ে ওয়ার্নারের বিপক্ষে রানের ফুলঝুড়ি ফুটায় টেন্ডুলকার। বড় ইনিংসও খেলতে পারে সে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটের আয়োজক হতে ইসিবিকে অংশীদার করতে চায় পাকিস্তান

ক্রিকেটের আয়োজক হতে ইসিবিকে অংশীদার করতে চায় পাকিস্তান

করোনা মোকাবেলায় পুলিশের ভূমিকায় নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার

করোনা মোকাবেলায় পুলিশের ভূমিকায় নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল

ডা. মঈনকে স্যালুট জানালেন মাশরাফি

ডা. মঈনকে স্যালুট জানালেন মাশরাফি