করোনাভাইরাসের চিন্তায় বিভোর পুরো বিশ্ব। মানুষের স্বাভাবিক জীবনসহ সবকিছুই থমকে গেছে। অসহায়-দুস্থরা অনাহারে রয়েছেন। এরমধ্যে ক্রিকেট আয়োজনের প্রস্তাব দেন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার। অবশ্য এর পেছনে যুক্তিও তুলে ধরেছিলেন তিনি। অসহায়-দুস্থদের পাশে দাঁড়াতেই সিরিজ আয়োজনের কথা বলেছিলেন তিনি।
শোয়েবের এমন কথা শুনে হাসিমুখে ক্ষোভই ঝাড়লেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার অনলাইন টকশোতে কথা বলেন গাভাস্কার।
বিভিন্ন কথার মাঝে শোয়েবের প্রসঙ্গ উঠতেই গাভাস্কার বলেন, ‘ভারত-পাকিস্তানের দ্বি-পাক্ষিক সিরিজের চেয়ে লাহোরে তুষারপাতের সম্ভাবনাই বেশি। কোনভাবেই দু’দেশের সিরিজ হওয়ার সম্ভবনা নেই। আইসিসি টুর্নামেন্ট বা অন্য কোন ইভেন্টেই মুখোমুখি হওয়ার সুযোগ পাবে তারা।’
গাভাস্কারের এমন মন্তব্যের পর ভারতের সাবেক ব্যাটসম্যানকে খোঁচা মারতে একটুও দেরি করেন শোয়েব। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবিসহ গাভাস্কারের উদ্দেশ্যে মন্তব্য করেন শোয়েব। যুক্ত ছবির একপাশে গাভাস্কার আর অন্যপাশে লাহোরের রাস্তায় তুষারপাত হচ্ছে।
ওই ছবির নিচে শোয়েব লিখেছেন, ‘সানি ভাই, লাহোরে তো গত বছরই তুষারপাত হয়েছে, ফলে কোনোকিছুই অসম্ভব নয়।’
শোয়েবের এমন টুইটের পর এখনও কোন মন্তব্য করেননি গাভাস্কার। তাই গাভাস্কারের মন্তব্যের অপেক্ষায় ভারত-পাকিস্তান ক্রিকেট সমর্থকরা।