প্রাণঘাতি করোনাভাইরাসে অচল অবস্থার কারণে অসহায়-দুস্থদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। প্রত্যক দেশেই একই অবস্থা। ফলে অসহায়-দুস্থতদের সহায়তায় এগিয়ে এসেছেন বিত্তশালীরা।
ভারতের পেসার মোহাম্মদ শামিও অসহায়-দুস্থদের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন। তার বাসার সামনে একজন ব্যক্তি খিদের জ্বালায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরে সিসিটিভিতে তা দেখে সেই শ্রমিককে সাহায্য করেন শামি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম লাইভে তার সতীর্থ স্পিনার যুজভেন্দ্রা চাহালের সাথে আলাপকালে ঘটনার বর্ণনা দেন শামি। বলেন, ‘রাজস্থান থেকে সেই শ্রমিক এসেছিলেন। ফিরবেন বিহারে। হাতে কোনও টাকা ছিল না। ঘরের সিসিটিভি ক্যামেরায় দেখলাম খিদের যন্ত্রণায় এক ব্যক্তি অজ্ঞান হয়ে আমার বাড়ির দরজার সামনে পড়েন। আমি খাবার দিলাম। যতটা সম্ভব সাহায্য করলাম।’
শামি আরও বলেন, ‘এখানে অনেক পরিশ্রমী শ্রমিক রয়েছেন যারা এ পরিস্থিতিতে খুব বিপদে আছেন। হাইওয়ে আমার বাড়ির কাছেই। দেখতে পাচ্ছি, লোকজন খুব কষ্টে রয়েছেন। সাহায্য করছি যতটা পারছি।’
ভারতে এখন পর্যন্ত ১২ হাজার ৪৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য রয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৪২৩ জন এবং চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন ১ হাজার ৫১৩ জন। দেশটিতে প্রাণঘাতি এ ভাইরাস ছড়িয়ে পড়ায় ৩ মে পর্যন্ত সারাদেশে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।