মাতৃভূমি ফ্রান্সে চিকিৎসা সরঞ্জামাদি পাঠালেন জিদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৫ এপ্রিল ২০২০
মাতৃভূমি ফ্রান্সে চিকিৎসা সরঞ্জামাদি পাঠালেন জিদান

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শমিল হতে নিজ মাতৃভূমি আলজেরিয়াতে চিকিৎসা সরঞ্জামাদি পাঠালেন ফ্রান্সের সাবেক ফুটবল তারকা জিনেদিন জিদান।

নিজের দাতব্য সংস্থার মাধ্যমে আলজেরিয়ার বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি পাঠিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ জিদান। সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় কিট, ভেন্টিলেটর, মনিটর এবং অন্যান্য মেডিকেল সরঞ্জামাদি সেখানে পাঠানোর হয়েছে। দাতব্য সংস্থাটি মালিক জিদান ও তার বাবা।

১৯৭২ সালে ফ্রান্সের মার্শেইতে জন্মগ্রহণ করেন জিদান। জন্মের পর আলজেরিয়ার বেজাইয়া প্রদেশ চলে যায় তার পরিবার। সেখানে বেশ কয়েক বছর ছিলেন জিদানের পরিবার। সেখানে বেশ কয়েক বছর কাটানোর পর আবারও ফ্রান্সে ফিরে আসেন তিনি।

১৯৮৮ সাল থেকে ফ্রান্সের যুব দলে খেলা শুরু করেন জিদান। ১৯৯৪ সালে জাতীয় দলে ডাক পান তিনি। ২০০৬ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেন ৪৭ বছর বয়সী জিদান। ফরাসিদের হয়ে ১০৮ ম্যাচে ৩১টি গোল করেছেন তিনি। ১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল জিতে ফ্রান্স। ওই দলের সদস্য ছিলেন জিদান।

ফ্রান্সের এখন পর্যন্ত (১৫ এপ্রিল) করোনাভাইরাসে ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১৫ হাজার ৭২৯ জন। আর চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন ২৮ হাজার ৮০৫ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা মোকাবেলায় পুরো মাসের বেতন দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনা মোকাবেলায় পুরো মাসের বেতন দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজ এলাকায় পিপিই ও স্ক্যানার দিলেন মুশফিক-রুবেল

নিজ এলাকায় পিপিই ও স্ক্যানার দিলেন মুশফিক-রুবেল

এভাবেই দূরত্ব বজায় রাখতে হবে : বোল্ট

এভাবেই দূরত্ব বজায় রাখতে হবে : বোল্ট

করোনার মাঝে ক্যান্সার যুদ্ধে জয়ী ভিয়াল্লি

করোনার মাঝে ক্যান্সার যুদ্ধে জয়ী ভিয়াল্লি