এভাবেই দূরত্ব বজায় রাখতে হবে : বোল্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ পিএম, ১৫ এপ্রিল ২০২০
এভাবেই দূরত্ব বজায় রাখতে হবে : বোল্ট

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি চিকিৎকদের পরামর্শের একটি অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, প্রয়োজনে বাইরে বের হলে একে অপরের সাথে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু সেটি বিশ্বের অনেকেই মানছেন না।

তারপরও ক্রীড়াঙ্গনের তারকারা, বিভিন্নভাবে সাধারন মানুষকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন। এবার সেই কাজটা করলেন বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ট্রাকে দৌঁড়ানোর একটি ছবি দিয়ে তা বুঝানোর চেষ্টা করেছেন তিনি।

২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসে ১০০ মিটার স্প্রিন্টে অন্য প্রতিযোগিদের চেয়ে কয়েক ফুট সামনে থেকে জয় নিয়ে দৌঁড় শেষ করেন তিনি।

আর ওই ছবিটি দিয়ে টুইটারে বোল্ট লিখেন, ‘দূরত্ব রাখতে হবে এভাবেই।’

২০০৮ বেইজিং অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে ৯ দশমিক ৬৯ সেকেন্ড সময় নিয়ে সেরার খেতাব পাওয়ার পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়েন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় ছেলের নাম জানালেন মাহমুদউল্লাহ

দ্বিতীয় ছেলের নাম জানালেন মাহমুদউল্লাহ

করোনার মাঝে ক্যান্সার যুদ্ধে জয়ী ভিয়াল্লি

করোনার মাঝে ক্যান্সার যুদ্ধে জয়ী ভিয়াল্লি

মুসলমান হওয়ার পর ইউসুফ সেরা ব্যাটসম্যান হয়েছে : স্ট্রস

মুসলমান হওয়ার পর ইউসুফ সেরা ব্যাটসম্যান হয়েছে : স্ট্রস

নববর্ষে জাহানারার অন্যরকম শুভেচ্ছা বার্তা

নববর্ষে জাহানারার অন্যরকম শুভেচ্ছা বার্তা