করোনার মাঝে ক্যান্সার যুদ্ধে জয়ী ভিয়াল্লি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৪ এপ্রিল ২০২০
করোনার মাঝে ক্যান্সার যুদ্ধে জয়ী ভিয়াল্লি

ফাইল ছবি

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে পুরো বিশ্ব। করোনাভাইরাসে প্রভাবে ইতালিতে ভয়াবহ অবস্থা। এ অবস্থাতেও মরণব্যাধি ক্যান্সারের বিপক্ষে জিতলেন ইতালি ফুটবল দলের সাবেক স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি।

২০১৮ সালে ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠলেও, আবারও এই মরণব্যাধি অসুখ ভিয়াল্লির শরীরে বাসা বাধে। আবারও ক্যান্সারের বিপক্ষে লড়াই শুরু করেন তিনি। অবশেষে ১৭ মাসের পর ক্যানসার থেকে পুরোপুরি সেরে উঠেছেন নিজেই জানিয়েছে ৫৫ বছর বয়সী ভিয়াল্লি।

ইতালির হয়ে ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ খেলেছে ভিয়াল্লি। খেলোয়াড়ি জীবন শেষে কোচের দায়িত্ব পালনও করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান লিগের বেশক’টি দলের কোচও ছিলেন ভিয়াল্লি।

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ১৯ লাখ ৪৬ হাজার ২৮১ জন আক্রান্ত হয়েছে আর মারা গিয়েছে ১ লাখ ২১ হাজার ৭০৪ জন। অপরদিকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৪ লাখ ৬০ হাজার ৯৯ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

মুসলমান হওয়ার পর ইউসুফ সেরা ব্যাটসম্যান হয়েছে : স্ট্রস

মুসলমান হওয়ার পর ইউসুফ সেরা ব্যাটসম্যান হয়েছে : স্ট্রস

নববর্ষে জাহানারার অন্যরকম শুভেচ্ছা বার্তা

নববর্ষে জাহানারার অন্যরকম শুভেচ্ছা বার্তা

তহবিল গঠনে আফ্রিদির অভিনব পদ্ধতি, টুইটারে প্রশংসা

তহবিল গঠনে আফ্রিদির অভিনব পদ্ধতি, টুইটারে প্রশংসা

ক্লাবের আচরণে বিরক্ত রাকিটিচ

ক্লাবের আচরণে বিরক্ত রাকিটিচ