হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৩ এপ্রিল ২০২০
হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে বিসিবি

করোনার এই সঙ্কটময় অবস্থায় সকল ধরণের খেলাধুলা বন্ধ থাকায় ঘরে বসে অবসর সময় কাটাচ্ছেন ক্রিকেটারা। আর তাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঘরোয়া ও কম বেতনভুক্ত ও বেতনের বাহিরে থাকা ক্রিকেটাররা। তাদের সঙ্কট কাটাতে এবার হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের একেকজন খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের কাছে আবেদন করেছিল। তারাও খুব কষ্টের মধ্যে আছে, বেশিরভাগ খেলোয়াড়ের আর্থিক অবস্থা ভালো নয়। বিসিবি সভাপতি তাদের সহায়তার বিষয়টা অনুমোদন দিয়েছেন।’

শুধু হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশেই নয় এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও কেন্দ্রীয় চুক্তির বাহিরে থাকা ৯১ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কেন্দ্রীয় চুক্তির বাহিরে থাকা ছেলে ক্রিকেটারদের প্রত্যেককে এককালিন ৩০ হাজার ও নারী ক্রিকেট দলের প্রত্যেককে এককালিন ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেয় বিসিবি।

শুধু তাই নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ২০ হাজার গরীব মানুষকে খাদ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। রোববার (১৩ এপ্রিল) একটি টিভি চ্যানেলে এ তথ্য জানান তিনি।

জালাল ইউনুস বলেন, ক্রিকেট বোর্ডের তহবিল থেকে আমরা চেষ্টা করছি জনসাধারণের কী কাজে আসতে পারি। ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রায় ২০ হাজার খাদ্য প্যাকেট করে যেসব জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ সেসব জায়গায় বিতরণ করবো। মাসব্যাপী এ বিতরণ চলবে, এটা হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু হবে।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে বিসিবি

২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে বিসিবি

সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রোনালদোর

সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রোনালদোর

দোয়া করি যেন এ মানুষগুলো ভালো থাকে : মাশরাফি

দোয়া করি যেন এ মানুষগুলো ভালো থাকে : মাশরাফি

করোনায় গৃহবন্দি ম্যালকমের বাসায় পুরস্কার নিয়ে ড্রোন

করোনায় গৃহবন্দি ম্যালকমের বাসায় পুরস্কার নিয়ে ড্রোন