ফুটবল নিয়ে সংবাদ মাধ্যমে প্রায় ঝড় তোলেন ব্রাজিল তারকা নেইমার। খেলার মাঠে ভালো পারফর্ম করা থেকে শুরু করে দলবদলের খবরেও কম যান না তিনি। এবার সংবাদ মাধ্যমে ঝড় তুললেন নেইমারের মা নাদিন গন্সালভেস। নেইমারের বাবার সাথে বিচ্ছেদের পর এবার ছেলের চেয়ে ৬ বছরের ছোট এক তরুণের সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
২০১৬ সালে নেইমারের বাবার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন নাদিন। এরপর থেকে একা থাকলেও এবার ছেলের চেয়ে কম বয়সী গেমার তিয়াগো রামোসের সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে রামোসের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি দিয়ে নাদিন লিখেছেন, ‘ব্যাখ্যাতীত বিষয়কে কখনো বর্ণনা করা যায় না, যদি সেভাবে বাঁচ…।’
বিচ্ছেদের চার বছর পর ইনস্টাগ্রামে নিজের অনুসারীর কাছে নতুন জীবনের কথা এভাবেই জানিয়েছেন নেইমারের মা। নেইমারও মায়ের নতুন সম্পর্ককে মেনে নিয়েছেন। মায়ের প্রকাশিত নতুন প্রেমিকের ছবির নিচে নেইমার লিখেছেন, ‘সুখী হও মা। ভালোবাসি তোমায়।’
শুধু নেইমার একা নন, তার বাবাও সে ছবিতে করতালি দেওয়ার ইমোটিকন দিয়েছেন। অর্থাৎ সাবেক স্ত্রীর নতুন সম্পর্কে তিনিও অভিবাদন জানিয়েছেন।