প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। দেশের এ অবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তবে সঙ্কটময় পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার সৈয়দ রাসেল। সহায়তার জন্য নিজেই কাঁধেই তুলে নিয়েছেন ত্রাণের বস্তা।
যশোরের ঝিকরগাছায় অবস্থান করছেন সৈয়দ রাসেল। সেখানেই ৫০০ পরিবারকে সহায়তা করার উদ্যোগ নিয়েছেন তিনি। দুস্থ মানুষদের জন্য সতহায়তা হিসেবে চার কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি আটা ও আধা কেজি করে ডালের ব্যবস্থা করেছেন সাবেক এ টাইগার ক্রিকেটার।
শুক্রবার (১০ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এ বিষয়ে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে সৈয়দ রাসেল ত্রাণের ছবি প্রকাশ করেছেন। ছবির সাথে ছোট্ট ক্যাপমনে তিনি লিখেন, ‘কিছু করার চেষ্টা।’
দরিদ্র ও খেটে-খাওয়া মানুষের জন্য ছোট্ট চেষ্টার বিষয়ে সৈয়দ রাসেল জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে। তাই আমি জনসমাগম ঘটিয়ে সাহায্য করছি না। এলাকার ছোট ভাইদের মাধ্যমে গোপনে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমার ৫০০ পরিবারকে সাহায্য করার ইচ্ছে আছে।
জাতীয় দলের জার্সিতে ২০০৫ সালে অভিষেক হয় এ টাইগার পেসারের। ৬ বছরের ক্যারিয়ারে সবমিলিয়ে ৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।