ভারতের অন্যতম বয়স্ক প্রথম শ্রেণি ক্রিকেটার ওয়াল্টার ডি’সুজা মারা গেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুম্বাইয়ে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
মিডল-অর্ডার এ ব্যাটসম্যান ক্যারিয়ারের পুরোটা সময় প্রথম শ্রেণির ক্রিকেট খেলে কাটিয়েছেন। গুজরাট ও এসিসি-এর হয়েও খেলেছেন।
গুজরাটের হয়ে ১৯৫০-৫১ মৌসুমে হাল্কারের বিপক্ষে ইন্দোরে রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছেন তিনি। ওই ম্যাচে ১৮৯ রানে হেরে দল শিরোপা বঞ্চিত হলেও দুই ইনিংসে ৫০ ও ৭৭ রানের অসাধারণ ব্যাটিং করেছিলেন ভারতের এ ব্যাটসম্যান।
Walter D’Souza, one of India’s oldest living first-class cricketers (Gujarat and ACC) until yesterday morning, returned to the pavilion with 93 against his name. He died in his sleep. Well played, Sir. You were truly a good man to know!
— Clayton J Murzello (@ClaytonMurzello) April 10, 2020
Pic courtesy @mid_day pic.twitter.com/jVu6j1wanJ