সাকিব ফাউন্ডেশনে আরও বিশ লাখ টাকার তহবিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ এএম, ১০ এপ্রিল ২০২০
সাকিব ফাউন্ডেশনে আরও বিশ লাখ টাকার তহবিল

প্রাণঘাতি করোনাভাইরাসের তোপে কাঁপছে পুরো বিশ্ব। অসহায় হয়ে পড়েছেন সকলেই। এর মধ্যে বেশি সমস্যা পড়েছেন নিম্ন আয়ের মানুষ। উপার্জনের সকল মাধ্যমই বন্ধ হয়ে পড়েছে। তবে বিত্তশালীরা এগিয়ে এসেছেন সহায়তা হাত বাড়াতে।

বাংলাদেশের ক্রিকেট-ফুটবল ও অন্যান্য ক্রীড়াঙ্গনের তারকারাও এগিয়ে এসেছেন দেশের এ ক্রান্তিকালে। অসহায়দের জন্য এগিয়ে এসেছেন সাকিব আল হাসানও। নিজ ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা করবেন তিনি।

ইতোমধ্যে দুই হাজার পরিবারকে খাদ্য সামগ্রী, করোনাভাইরাস নির্ণয়ের টেস্টিং কিট কেনার জন্য বিশ লাখ টাকা সংগ্রহ হয়েছে তার ফাউন্ডেশনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব জানিয়েছেন, ফাউন্ডেশনে আরও বিশ লাখ টাকা সংগ্রহ হয়েছে। এ অর্থ ব্যয় হবে সুবিধাবঞ্চিতদের সহযোগিতায়।

একটি ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মিশন সেভ বাংলাদেশ বিশ লাখ টাকার আরও একটি ফান্ড গঠন করেছে। এ প্রাপ্ত অর্থ দিয়ে গরীব-দুঃস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে। আমি আশা করব আপনারাও যে যার জায়গা থেকে এভাবে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে এসে দাঁড়াবেন।’

এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশে মোট ৩৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় এ প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হওয়া শনাক্তের সংখ্যা ১১২ জন। যা বাংলাদেশে একদিনে এখন পর্যন্ত শনাক্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড।



শেয়ার করুন :


আরও পড়ুন

কোয়ারেন্টিন ‍মুক্ত সাকিবের করোনা উপসর্গ নেই

কোয়ারেন্টিন ‍মুক্ত সাকিবের করোনা উপসর্গ নেই

ভোটের সময় ঘরে ঘরে স্লিপ গেলে ত্রাণ নয় কেন : রুবেল হোসেন

ভোটের সময় ঘরে ঘরে স্লিপ গেলে ত্রাণ নয় কেন : রুবেল হোসেন

এমন জন্মদিন আর হয়তো চাইবেন না সাকিব

এমন জন্মদিন আর হয়তো চাইবেন না সাকিব

করোনাভাইরাস নিয়ে সাকিবের বার্তা

করোনাভাইরাস নিয়ে সাকিবের বার্তা