প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বেশ কষ্টে জীবনযাপন করছেন খেটে খাওয়া মানুষ। দেশের সবধরনের শ্রেণি-পেশার মানুষ যখন করোনাভাইরাস মোকাবেলায় লড়ছে তখন বেশ কয়েকটি স্থানে সরকারি ত্রাণলুটের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন এর আগে অসাধু ব্যবসায়ীদের পকেট কাটা নিয়ে বেশ কড়া ভাষায় কথা বলেছেন। এবার বললেন সেই ত্রাণলুটেদের বিরুদ্ধে। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন সরকারি ত্রাণ অসহায়দের ঘরে ঘরে পৌঁয়ে দেওয়া হচ্ছে না কেন?
সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনার মহামারীতে সমালোচনা না করে বরং দেশের স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন।
ফেসবুকে পেজে এক পোস্টে তিনি বলেন, ‘সমালোচনা বাদ দিন দেশ এখন সংকটময় মুহূর্তে। সবাইকে এগিয়ে আসতে হবে এই দেশ আপনার আমার সকলের।’
নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে উল্লেখ করে রুবেল বলেন, ‘ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন? তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?’
শুরু থেকেই করোনা নিয়ে বেশ তৎপর পেসার রুবেল হোসেন। এরই মাঝে দুস্থ-অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি।
এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশে মোট ৩৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় এ প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হওয়া শনাক্তের সংখ্যা ১১২ জন। যা বাংলাদেশে একদিনে এখন পর্যন্ত শনাক্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড।