মারা গেলেন স্প্যানিশ ফুটবলের জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক কোচ সার্বিয়ার রাদোমির অ্যান্টিচ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর।
অ্যান্টিচের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এক বিবৃতিতে অ্যাথলেটিকো জানায়, ‘অ্যান্টিচ আমাদের একজন কিংবদন্তি কোচ। তুমি সব সময় আমাদের হৃদয়ের মনিকোঠায় থাকবে। শান্তিতে থেকো। তোমার মৃত্যুতে আমরা শোকাহত।
খেলোয়াড়ি জীবন শেষে ১৯৮৮ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন অ্যান্টিচ। কোচ হিসেবে প্রথম রিয়াল জারাগোজা দায়িত্ব পান তিনি। এরপর রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও সেল্টা ভিগো কোচ ছিলেন অ্যান্টিচ।
১৯৯৫-৯৬ মৌসুমে কোচ হিসেবে অ্যাতলেটিকোর হয়ে লা লিগা ও কোপা দেল রে’ও জিতেন অ্যান্টিচ। এছাড়া ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত সার্বিয়া জাতীয় দলের কোচও ছিলেন তিনি। ফুটবল ইতিহাসে অ্যান্টিচই একমাত্র কোচ যিনি স্পেনের তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেছেন।