বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দিনগত রাতে স্ত্রী জান্নাতুল কাওসারের কোল জুড়ে আসে তাদের দ্বিতীয় সন্তান।
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজেদের এ সুসংবাদ মাহমুদউল্লাহ নিজেই নিশ্চিত করেছেন। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
পোস্টের ক্যাপশনে মাহমুদউল্লাহ লিখেন, ‘আলহামদুলিল্লাহ। গত রাতে (সোমবার দিনগত) আমাদের দ্বিতীয় পুত্র সন্তান পৃথিবীতে এসেছে। ওর জন্য সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করছি।’
ফেসবুক স্ট্যাটাসে হাসপাতালে বেডের সাথে ঝুলিয়ে রাখা শনাক্তকরণ একটি স্টিকারের ছবিও প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ। যাতে লেখা রয়েছে, ‘মিসেস জান্নাতুল কাওসারের সন্তান।’ এবং সন্তান্তের লিঙ্গ নির্ধারণের স্থানে লেখা রয়েছে, ‘মেল।’
২০১১ সালে জান্নাতুল কাওসার মিষ্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ২০১২ সালে তাদের কোল জুড়ে আসে প্রথম পুত্র সন্তান।
এদিকে করোনাভাইরাসের কারণে বর্তমানে খেলা না থাকায় পরিবারকে সময় দিচ্ছেন রিয়াদ। এর আগে ধারণা করা হয়েছিল, সন্তানসম্ভবা স্ত্রী পাশে থাকতে পাকিস্তানে শেষ দফার সফরে নাও যেতে পারেন তিনি। তবে করোনার কারণ সফর স্থগতি হওয়ায় সেটি নিয়ে আরও বোর্ডের সাথে আলোচনার প্রয়োজন হয়নি।