নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান জক এডওয়ার্ডস এবং ইংল্যান্ডের অলরাউন্ডার পিটার ওয়াকার মারা গেছেন। এডওয়ার্ডস ৬৪ বছর ও ওয়াকার ৮৪ বছর বয়সে মারা যান।
নিউজিল্যান্ডের হয়ে ৬টি টেস্ট এবং ৮টি ওয়ানডে খেলেছেন এডওয়ার্ডস। হার্ডহিটার ব্যাটসম্যান হিসেবে তার পরিচিতি ছিল। ১৯৭৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি।
এডওয়ার্ডসের মৃত্যুর কারণ জানা না গেলেও, ওয়াকার স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংলিশদের হয়ে ৩টি টেস্ট খেলেন তিনি। ৪ ইনিংসে ১২৮ রান করেন তিনি।
৪৬৯টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন ওয়াকার। সবগুলো ম্যাচই গ্ল্যামারগনের হয়ে খেলেছেন তিনি।
ক্রিকেট ক্যারিয়ার শেষে গ্ল্যামারগনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন ওয়াকার। বিবিসি টিভিতে উপস্থাপক হিসেবেও কাজ করেছেন তিনি।