প্রাণঘাতি করোনাভাইরাসে লকডাউনের মধ্যে নিয়ম ভঙ করে যৌনকর্মীদের নিয়ে পার্টি করেছেন ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের কাইল ওয়াকার। ফলে শৃঙ্খলা ভঙের দায়ে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাকে।
স্থানীয় সান পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, গত মঙ্গলবার নিজের ফ্লাটে দুইজন যৌনকর্মীকে ডাকার পর ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড মিডফিল্ডার ২৯ বছর বয়সী ওয়াকার। এছাড়া বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে সামাজিক দূরত্ব বজায়ে রাখতে সরকার ঘোষিত গাইড লাইন মেনে চলার আহ্বানও জানান ওয়াকার।
এক বিবৃতিতে ওয়াকার বলেন, ‘হেয় করার জন্য আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব, ফুটবল ক্লাব, ভক্ত-সমর্থক ও জনগণের কাছে ক্ষমা চাই।’
এদিকে ম্যান সিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কর্মী ও খেলোয়াড়রা যে যেভাবে পারছে করোনার বিপক্ষে লড়াইয়ে ন্যাশনাল হেলথের সার্ভিসকে যথার্থ সাহায্য করছে। কিন্তু কাইলের কাজটি সরাসরি এ প্রচেষ্টার বিরোধী।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের অভিযোগ শুনে আমরা হতাশ, দ্রুত কাইলের বিবৃতি ও ক্ষমা চাওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আগামীতে অভ্যন্তরীন শৃঙ্খলা প্রক্রিয়া শুরু হবে।’