করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনার সহ-সভাপতি জর্দি কার্দোনার। খবরটি নিশ্চিত করেছে স্পেনের দৈনিক স্পোর্টস পত্রিকা মুন্ডো দেপার্তিভো।
স্পেনের জনপ্রিয় দৈনিক পত্রিকাটি জানায়, করোনা পজিটিভ হওয়ার পর কোন জটিলতা ছাড়াই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ৫৭ বছর বয়সী কার্দোনার।
তারা আরও জানায়, ‘কার্দোনার পজিটিভ হবার পর বেশি অসুস্থ হয়ে পড়েন। তবে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সুস্থ করে তুলেছেন। তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।’
বার্সার তৃতীয় ব্যক্তি হিসেবে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন কার্দোনার। কার্দোনার আগে গত সপ্তাহে এই রোগে আক্রান্ত হন ক্লাবের মেডিকেল সার্ভিসের ডিরেক্টর রেমন ক্যানাল এবং হ্যান্ডবল দলের চিকিৎসক হোসেপ অ্যান্তনি গুতিরেজ।