ইতালির উদ্দেশ্যে বিশ্বকাপজয়ী অধিনায়কের খোলা চিঠি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০২ এপ্রিল ২০২০
ইতালির উদ্দেশ্যে বিশ্বকাপজয়ী অধিনায়কের খোলা চিঠি

ফাইল ছবি

করোনাভাইরাস সবচেয়ে বেশি আঘাত করেছে ইতালিতে। মরণঘাতী এ ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে ইতালির মানুষকে ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন দেশটির সাবেক তারকা ফুটবলার ফাবিও কান্নাভারো। দেশেবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

দ্য প্লেয়ার্স ট্রিবিউন পত্রিকায় লেখা খোলা চিঠিতে ফাবিও কান্নাভারো লিখেছেন, 'আমার দেশে যা ঘটছে, তাতে আমি উদ্বিগ্ন ও ব্যথিত। এত মানুষ মারা পড়ছেন, এত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে ইতালি যে নিষ্ঠুর এই অভিজ্ঞতা বর্ণনা করার ভাষা জানা নেই। আক্রান্ত মানুষ, স্বজনহারাদের কথা ভেবে আমি মর্মাহত।'

দেশবাসীর কাছে বিশ্বকাপজয়ী অধিনায়কের আবেদন, 'এখন আমাদের কার্যত একটা যুদ্ধ করতে হচ্ছে। একসঙ্গে লড়াই করে জিততেও হবে। ইতালির মানুষকে নিজেদের সেরাটা দিতে হবে।'

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত না হলেও তাকে চীনে স্বেচ্ছাবন্দি হয়ে থাকতে হচ্ছে। সাবেক এ কিংবদন্তি সেন্টারব্যাকের বয়স এখন ৪৬ বছর। নাপোলি থেকে জুভেন্টাস, ইন্টারমিলান, রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা একাধিক ক্লাবে খেলেছেন তিনি।

তার নেতৃত্বেই ২০০৬-এ ইতালি বিশ্বকাপ জেতেছিল। বর্তমান ফাবিও কান্নাভারো চীনের সুপার লিগ ক্লাব গুয়াংঝোউ এভারগ্রানডের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ

বেলারুশের খেলা বন্ধ চায় ফিফপ্রো

বেলারুশের খেলা বন্ধ চায় ফিফপ্রো

ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোকে আর্থিক সহায়তা করবে ফিফা

ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোকে আর্থিক সহায়তা করবে ফিফা

সঙ্কটের মুখে বার্সেলোনাকে বাঁচালেন মেসি

সঙ্কটের মুখে বার্সেলোনাকে বাঁচালেন মেসি