করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ফরাসী ফুটবল ক্লাব অলিম্পিক মার্শেই’র সাবেক প্রেসিডেন্ট পে দিউফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
দিউফের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক মার্শেই। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত হন সেনেগালের বংশোদ্ভুত দিউফ। সেদিনই তাকে সেনেগালের রাজধানী ডাকারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিউফ সাবেক ক্রীড়া সাংবাদিক ও খেলোয়াড় প্রতিনিধি ছিলেন। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্শেই’র প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তার মেয়াদেকালীন অবস্থায় ফরাসি লিগ ওয়ানে দু’বার রানার্স-আপ হয়েছিল মার্শেই। এছাড়া দু’বার ফ্রেঞ্চ কাপের ফাইনালেও খেলেছিল মার্শেই। তার বিদায়ের ঠিক পরের বছরই অবশ্য লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় মার্শেই।
পুরো বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে ৮ লাখ ৮৪ হাজার ৭৫ জন আর মারা গিয়েছে ৪৪ হাজার ১৬৯ জন। অপরদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১ লাখ ৮৫ হাজার ১৭৫ জন।