বাংলাদেশ নারী ক্রিকেট দলের পরিচিত মুখ ফাস্ট বোলার জাহানারা আলম। ১ এপ্রিল, বুধবার; আজ তার জন্মদিন। নিজের জন্মদিনে তিনি পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষদের। করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের নিজ হাতে খাবার পৌঁছে দিয়েছেন তিনি।
দেশে প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সব কিছু বন্ধ রাখা হয়েছে। এমন সঙ্কটে ইতোমধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ক্রীড়াবিদরা। এগিয়ে এসেছে মাশরাফি, সাকিব, রুবেল, সাব্বির, রনিসহ আরও টাইগার ক্রিকেটাররা।
সেই ধারাবাহিকতায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। বুধবার (১ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে কয়েকটি ছবি প্রকাশ করে সে তথ্য জানিয়েছেন তিনি। ছবি সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, এটা কোন লোক দেখানো পোস্ট নয়।
অবশ্য এর আগেই তিনি জানিয়েছিলেন, বাসার আশাপাশের ৫০ পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেবেন তিনি। সেই কাজটি তিনি তার জন্মদিনেই করলেন।
নিজের সাহায্য করার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সকলকে এগিয়ে আসার আহ্বানওও জানিয়েছেন তিনি। জাহানারা লিখেন, ‘এটা কোন লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যানুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আপনার সামর্থ্যের মধ্যে ১ জন, ৫ জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সঙ্কটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’