করোনারভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া মানুষ গুলো। সবকিছু বন্ধ থাকায় বন্ধ হয়ে আছে তাদের উপার্জনের পথ। ইতোমধ্যে অসহায় ও দুস্থদের সাহায্য করতে এগিয়ে এসেছেন অনেকেই। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে প্রতিদিন ৩০০ অসহায় মানুষকে খাবার সরবরাহ করা হচ্ছে। সেখানে সহযোগিতার হাত বাড়িয়েছেন জেমি।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বাফুফে ভবনে জেমির দেওয়া অর্থে খাবার পাবে গরিব অসহায় মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন জেমি ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
সহযোগিতার ব্যাপারে জেমি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘করোনাভাইরাসের সময়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই খারাপ। তাই আমি অসহায়দের জন্য এক বেলা খাবারের সহায়তা করেছি।’
বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিদিনই ৩০০ অসহায় মানুষকে খাবার সরবরাহ করছে। জেমি বিষয়টি জানতে পেরে আগ্রহ প্রকাশ করে। তাই কোচ জেমি ডের সহায়তায় আজ দুপুরে ৩০০ লোকের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তাঁর এই উদ্যোগ প্রশংসনীয়।’