স্থগিত হলো আন্তর্জাতিক টেবিল টেনিস টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ৩১ মার্চ ২০২০
স্থগিত হলো আন্তর্জাতিক টেবিল টেনিস টুর্নামেন্ট

প্রাণঘাতি করোনাভাইরাস ও টোকিও অলিম্পিক পিছিয়ে যাওয়ায় ৩০ জুন (মঙ্গলবার) পর্যন্ত টেবিল টেনিসের সকল টুর্নামেন্ট স্থগিত করেছে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ)। একই সাথে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ) জানিয়েছে, ২০ মার্চ পর্যন্ত র‌্যাংকিংও বলবত থাকবে।

এক বিবৃতিতে আইটিটিএফ জানায়, ‘২০২০ অর্থ পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটির সাথে কঠোর পরিশ্রম করছে আইটিটিএফ। পাশাপাশি ব্যয় হ্রাস করতে সম্মত হয়েছে। সিনিয়র স্টাফরা বেতন কমানোর প্রস্তাব দিয়েছেন। আইটিটিএফ সামগ্রিক ব্যয় রক্ষার্থে অন্যান্য ক্ষেত্রগুলোর দিকেও নজর দিচ্ছে।’

গত সপ্তাহে টোকিও অলিম্পিক স্থগিত করে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২১ সালের ২৩ জুলাইয়ে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রীড়াযজ্ঞ, যা শেষ হবে ৮ আগস্ট। আর টোকিও প্যারালিম্পিক গেমস ২৪ আগস্ট শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে গোটা বিশ্বে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এছাড়া প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লাখ। সোমবার রাত পর্যন্ত ব্রিটেনে ১ হাজার ৪১৫ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮৭ জনের। আর ব্রিটেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫২২ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

মাথা ন্যাড়া করে যে সম্মান জানালেন ওয়ার্নার

মাথা ন্যাড়া করে যে সম্মান জানালেন ওয়ার্নার

করোনায় প্রাণ হারালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রীড়াবিদ আজম খান

করোনায় প্রাণ হারালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রীড়াবিদ আজম খান

করোনায় প্রাণ হারালেন ল্যাঙ্কাশায়ারের চেয়ারম্যান

করোনায় প্রাণ হারালেন ল্যাঙ্কাশায়ারের চেয়ারম্যান

অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন জাহানারা

অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন জাহানারা