মাথা ন্যাড়া করে যে সম্মান জানালেন ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৯ পিএম, ৩১ মার্চ ২০২০
মাথা ন্যাড়া করে যে সম্মান জানালেন ওয়ার্নার

বিশ্বব্যাপী করোনাভাইয়ারসে ৮ লাখেরও অধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া অনেক স্বাস্থ্যকর্মীও প্রাণ হারিয়েছেন। তবুও জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্তদের সেবা করছেন চিকিৎসক ও স্বাস্থ্য সেবাদানকারীরা। তাদেরকে সম্মান জানিয়ে মাথা ন্যাড়া করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

মঙ্গলবার নিজ হাতে মাথা কামানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে মাথা ন্যাড়া করার উদ্দেশ্য স্বাস্থ্যকর্মীদের সম্মান জানানো বলেও জানান তিনি।

ডেভিড ওয়ার্নার নিজের ইনস্টাগ্রাম পোস্টে ন্যাড়া মাথার ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘যারা সামনে থেকে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করে চলেছেন, তাদের সমর্থনে আমি মাথা ন্যাড়া করলাম। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের সময়ে মাথা ন্যাড়া করেছিলাম, তারপর শেষ কবে ন্যাড়া হয়েছিলাম মনে নেই।’

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন। দেশটিতে প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৫৭ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন ৩৩৭ জন।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বন্ধ রয়েছে সকল প্রকার ক্রীড়া ইভেন্ট। বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ ভাইরাস দেখা দেওয়ায় চলতি বছরের জুনে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার সফর নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

টিম পেইনের ক্রেডিট কার্ড চোরের হাতে

টিম পেইনের ক্রেডিট কার্ড চোরের হাতে

বাংলাদেশ সফর অসম্ভব মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

বাংলাদেশ সফর অসম্ভব মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিলেন ওয়ার্নার

পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিলেন ওয়ার্নার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ১০ ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ১০ ছবি