করোনাভাইরাসের কারণে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। ইতোমধ্যেই ক্রীড়াজগতের ২১ বছর বয়সী কোচ ফ্রান্সিসকো, সাবেক রিয়াল সভাপতি ও ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান প্রাণ হারিয়েছেন। এবার সে তালিকায় যোগ দিলেন চার বারের ব্রিটিশ ওপেন বিজয়ী পাকিস্তানের স্কোয়াশের সাবেক খেলোয়াড় আজম খান।
লন্ডনের হাসপাতাল সূত্রে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন সোমবার (৩০ মার্চ) আজম খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। লন্ডনের হাসপাতাল সূত্র জানিয়েছে শনিবার (২৮ মার্চ) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
বিশ্বের অন্যতম সেরা স্কোয়াশ খেলোয়াড় হিসেবে গণ্য করা হয় আজম খানকে। ১৯৫৯ থেকে ১৯৬২ পর্যন্ত স্কোয়াশে চার বার ব্রিটিশ ওপেন খেতাব জেতেন পাকিস্তানের এই খেলোয়াড়। এর পর চোটের কারণে ইচ্ছে থাকলেও আর প্রফেশনাল সার্কিটে ফেরা হয়নি।
দু-বছর অপেক্ষার পরেও টেন্ডনের চোট না-সারায়, হতাশায় খেলা ছেড়ে দিতে বাধ্য হন। স্কোয়াশকে বিদায় জানানোর আগে পর্যন্ত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন। করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ। এর মধ্যে আমেরিকাতেই আক্রান্ত প্রায় দেড় লক্ষ। সোমবার রাত পর্যন্ত ব্রিটেনে ১,৪১৫ জন মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮৭ জনের। গোটা ব্রিটেনে এখন পর্যন্ত আক্রান্ত ১৯,৫২২ জন।