করোনায় প্রাণ হারালেন ল্যাঙ্কাশায়ারের চেয়ারম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ এএম, ৩১ মার্চ ২০২০
করোনায় প্রাণ হারালেন ল্যাঙ্কাশায়ারের চেয়ারম্যান

ফাইল ছবি

করোনাভাইরানের প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন মানুষ। এ ভাইরাসে ক্রীড়াবিদ কিংবা ক্রীড়া সংশ্লিষ্টদের মৃত্যুর সংখ্যাটাও কম নয়। রিয়ালের সাবেক সভাপতি ও ২১ বছর বয়সী কোচ ফ্রান্সিসকো মারা যাওয়ার পর এবার এ ভাইরাসে প্রাণ হারালেন ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান ডেভিড হজকিস।

সোমবার (৩০ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে মারা যান ডেভিড। ডেভিড হজকিসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ক্লাব ল্যাঙ্কাশায়ার।

বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ডেভিড বহুবছর ধরে ক্লাবের কোষাধ্যক্ষ, ভাইস চেয়ারম্যান ও পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে কাজ করে আসছিলেন। ক্লাবের সকলকেই তিনি খুব ভালোবাসতেন। ক্রিকেটিয় কারণে তিনি বিশ্বজুড়ে সম্মানিত ছিলেন।

তারা আরও যোগ করে, আমাদের আন্তরিক সমবেদনা, চিন্তাভাবনা ও প্রার্থনা সবসময়ই তার পরিবারের সাথে রয়েছে। যথাযথভাবে আরও একটি বিবৃতি প্রকাশ করা হবে তবে আপাতত গোপনীয়তা রক্ষা করে সবাইকে সম্মান জানাতে অনুরোধ করছি।

২২ বছর আগে ১৯৯৯ সালে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব ল্যাঙ্কাশায়ারে যোগ দেন ডেভিড। এরপর একাধারে ছিলেন কোষাধ্যক্ষ ও ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৭ সালের এপ্রিলে তৎকালীন চেয়ারম্যান মাইকেল কেয়ার্নসের কাছে থেকে চেয়ারম্যানের দায়িত্ব নেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন জাহানারা

অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন জাহানারা

টোকিও অলিম্পিকের নতুন তারিখ ঘোষণা

টোকিও অলিম্পিকের নতুন তারিখ ঘোষণা

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যতটা সহজ দেখাচ্ছে, তত সহজ নয় : কোহলি

যতটা সহজ দেখাচ্ছে, তত সহজ নয় : কোহলি