প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুর রোগীর সংখ্যা রাড়ছে। মারাও যাচ্ছে অনেকে। এমন কোন দিন নেই কেউ আক্রান্ত হচ্ছে না বা মারা যাচ্ছে না। এরপরও অনেককের মাঝে সচেতনতার অভাব দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষের জন্য বার্তা দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিডিওর মাধ্যমে নিজ দেশের জনগণের জন্য বার্তা দিয়ে কোহলি বলেন, ‘হ্যালো, আমি বিরাট কোহলি। আমি আপনার সাথে ভারতের খেলোয়য়াড় হিসাবে নয়, দেশের নাগরিক হিসাবে কথা বলছি। গত কয়েকদিনে আমি যা দেখেছি, লোকেরা দল বেঁধে চলছে, কারফিউ বিধি মানছে না, লকডাউন নির্দেশিকাগুলো অনুসরণ করছে না। এটি থেকে প্রমাণ হয় যে, আমরা লড়াইটি খুব হালকাভাবে নিচ্ছি। তবে এ লড়াাই যতটা সহজ দেখাচ্ছে তত সহজ নয় ‘
তিনি বলেন, ‘আমি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং এটি অনুসরণ করার জন্য অনুরোধ করতে চাই। এছাড়াও নির্দেশগুলো আমাদের অনুসরণ করা উচিত এবং ভাবা উচিত যদি আপনার অবহেলার কারণে আপনার পরিবারের কেউ ভাইরাসে আক্রান্ত হয় তবে আপনার কেমন লাগবে?’
ভারতীয় অধিনায়ক কোহলি আরও বলেন, ‘বিশেষজ্ঞরা কঠোর পরিশ্রম করছেন, দয়া করে নির্দেশনা অনুসরণ করুন। এটি কেবলমাত্র তখনই সফল হবে যখন আমরা দলবদ্ধ হয়ে বেরোনোর চেয়ে নিয়ম ভাঙার পরিবর্তে আমাদের দায়িত্ব পালন করব। আপনারা সকলেই যদি পরিস্থিতির উন্নতি দেখতে চান তাহলে দয়া করে সরকারের নির্দেশ অনুসরণ করুন।’
প্রাণঘাতি করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত (৩০ মার্চ) ১ জাহার ৭১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ১০০ জন ভালো হয়েছে। এছাড়া প্রাণঘাতি এ ভাইরাসে মারা গেছেন ২৯ জন।