আফ্রিদি ফাউন্ডেশনের পাশে দাঁড়ালো পাক ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২০
আফ্রিদি ফাউন্ডেশনের পাশে দাঁড়ালো পাক ক্রিকেটাররা

প্রাণঘাতি করোনাভাইরাসে থেমে আছে পুরো বিশ্ব। করোনার এ মহামারিতা কাটিয়ে উঠতে এগিয়ে এসেছেন ক্রীড়া তারকারা। এরই মাঝে গরীব অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির ‘আফ্রিদি ফাউন্ডেশন’। আফ্রিদির সেই ফাউন্ডেশনের তহবিলে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের অন্য ক্রিকেটাররা।

আফ্রিদি ফাউন্ডেশনের কর্মকাণ্ড ইতোমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে। আর তাই ফাউন্ডেশনকর তহবিলে অনুদান দিতে এগিয়ে আসছে পাক ক্রিকেটাররা।

ইতোমধ্যে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক আজহার আলী, উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ, টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ আমিরসহ আরও অনেকেই এগিয়ে এসেছেন। সবাই ডোনেট করছেন।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা মিলে অনুদান দিয়েছেন ৫০ লাখ টাকা। বাংলাদেশের ২৭ ক্রিকেটার মিলেও দিয়েছ ৩১ লাখ টাকা। এছাড়া ভারত ক্রিকেট বোর্ড ৫১ কোটি রুপি আর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ২৫ মিলিয়ন লঙ্কান রুপি অনুদান দিয়েছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ছিলেন রেফারি, করোনা লড়াইয়ে এখন তিনি নার্স

ছিলেন রেফারি, করোনা লড়াইয়ে এখন তিনি নার্স

করোনায় আক্রান্ত তুরস্কের সাবেক তারকা গোলকিপার

করোনায় আক্রান্ত তুরস্কের সাবেক তারকা গোলকিপার

করোনা মোকাবেলায় ৫২ লাখ রুপি দিলেন সুরেশ রায়না

করোনা মোকাবেলায় ৫২ লাখ রুপি দিলেন সুরেশ রায়না

সহায়তার জন্য ফাউন্ডেশন গঠন করলেন সাকিব

সহায়তার জন্য ফাউন্ডেশন গঠন করলেন সাকিব