করোনায় আক্রান্ত তুরস্কের সাবেক তারকা গোলকিপার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৯ মার্চ ২০২০
করোনায় আক্রান্ত তুরস্কের সাবেক তারকা গোলকিপার

ফাইল ছবি

করোনাভাইরাসের কালো থাবায় থেমে গেছে পুরো বিশ্ব। বন্ধ হয়ে গেছে সব ধরনের খেলা। ক্রমান্বয়ে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। জুভেন্টাসের রুগানি, দিবালা, মাতুইদির পর এবার করোনায় আক্রান্ত হলেন তুরস্কের সাবেক তারকা গোলকিপার রুস্তু রেকবার। তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ইসিল।

ইনস্টাগ্রামে ইসিল জানিয়েছেন, ‘আমি, আমার মেয়ে ও ছেলে পরীক্ষায় নেগেটিভ এসেছি। শুধু আমার স্বামী পজিটিভ হয়েছেন। এই মুহূর্তে তিনি আইসোলেশনে হাসপাতালে রয়েছেন।’

পরিবারের সবাই সুস্থ হলেও স্বামীর দেহে লক্ষণ দ্রুত ছড়িয়ে পড়ায় তারা খুবই বিচলিত, ‘এমনটা প্রত্যাশা করিনি, কারণ লক্ষণগুলো দ্রুত সংক্রমিত হয়েছে। অথচ সব কিছু স্বাভাবিক ছিল। এখন আমাদের সবচেয়ে কঠিন ও সঙ্কটকালীন একটা সময় যাচ্ছে। এই সময়ে তার পাশেও থাকতে দেওয়া হচ্ছে না।আমরা বাসায়, আর সে হাসপাতালে।’

তুরস্ক জাতীয় দলের হয়ে ১২০টি ম্যাচ খেলেছেন রেকবার। ২০০২ বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান অর্জন করেছিল তুরস্ক। এমন সাফল্যের পেছনে অবদান ছিল দেশটির সাবেক তারকা গোলকিপার রুস্তু রেকবারের।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ২০০৩ সালে ফেনারবাচে থেকে তাকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। অবশ্য এক বছর বাদেই ইস্তাম্বুলে ফিরে আসেন। ঘরোয়া ফুটবলে ৫ বার জিতেছেন তুরস্কের সুপার লিগ। খেলেছেন আন্তালিসপোর, ফেনারবাচে ও বেসিকতাসে। ৪৬ বছর বয়সী রেকবার অবসরে গেছেন ২০১২ সালে।



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা মোকাবেলায় ৫২ লাখ রুপি দিলেন সুরেশ রায়না

করোনা মোকাবেলায় ৫২ লাখ রুপি দিলেন সুরেশ রায়না

সহায়তার জন্য ফাউন্ডেশন গঠন করলেন সাকিব

সহায়তার জন্য ফাউন্ডেশন গঠন করলেন সাকিব

নিজেকে সৌভাগ্যবান ভাবছেন মোসাদ্দেক

নিজেকে সৌভাগ্যবান ভাবছেন মোসাদ্দেক

মা হারালেন হাবিবুল বাশার

মা হারালেন হাবিবুল বাশার