করোনা মোকাবেলায় ৫২ লাখ রুপি দিলেন সুরেশ রায়না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৯ মার্চ ২০২০
করোনা মোকাবেলায় ৫২ লাখ রুপি দিলেন সুরেশ রায়না

প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় ৫২ লাখ রুপি সহায়তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। দুই ভাগে প্রধানমন্ত্রীর ফান্ডে ৩১ লাখ রুপি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লাখ রুপি দিয়েছেন তিনি।

কোভিড-১৯ মোকাবেলায় দেশটিতে ক্রিকেটারদের মধ্যে এখনো পর্যন্ত সুরেশ রায়না সবচেয়ে বেশি অর্থ দান করলেন। এর আগে সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকার ৫০ লাখ রুপি করে সহায়তা করেছেন। তবে মাত্র ১ লাখ রুপি দিয়েছে সাবেক অধিনায়ক ধোনি।

এদিকে প্রয়োজনে কলকাতার ইডেন গার্ডেন্সকে করোনা হাসপাতাল বানাতে রাজি রয়েছেন সৌরভ গাঙ্গুলি।
এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট দেশের অসহায় মানুষের জন্য ৫০ লাখ রুপির চাল দিয়েছেন।

আইসোলেশন সেন্টার স্থাপনের প্রস্তাব দিয়েছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আজহারউদ্দিনও। এ জন্য তিনি ছেড়ে দিতে প্রস্তুত রাজীব গান্ধী স্টেডিয়াম।

ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার দান করেছেন ৫০ লাখ রুপি। অর্থ সাহায্য সমান ভাগ করে লিটল মাস্টার দিয়েছেন প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

ভারতে এখন পর্যন্ত ৯৮৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ৮৪ জন ভালো হয়েছেন। তবে মারা গেছেন ২৪ জন। প্রাণঘাতি এ ভাইরাস মোকাবেলায় টানা ২১ দিন পুরো ভারতকে লগডাউন ঘোষণা করেছে মোদি সরকার।



শেয়ার করুন :


আরও পড়ুন

টেন্ডুলকার-সৌরভ দিলেন ৫০ লাখ, ধোনি ১ লাখ

টেন্ডুলকার-সৌরভ দিলেন ৫০ লাখ, ধোনি ১ লাখ

ঘরবন্দি কোহলির চুল কাটছেন আনুশকা

ঘরবন্দি কোহলির চুল কাটছেন আনুশকা

করোনাতে সুবিধা দেখছেন রবি শাস্ত্রী

করোনাতে সুবিধা দেখছেন রবি শাস্ত্রী

করোনার অভিজ্ঞতা জানালেন দিবালা

করোনার অভিজ্ঞতা জানালেন দিবালা