টেন্ডুলকার-সৌরভ দিলেন ৫০ লাখ, ধোনি ১ লাখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৭ মার্চ ২০২০
টেন্ডুলকার-সৌরভ দিলেন ৫০ লাখ, ধোনি ১ লাখ

প্রাণঘাতি করোনাভাইরাসের উদ্ধুত পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের। করোনার বিপক্ষে লড়াইয়ের জন্য ৫০ লাখ রুপি দিয়েছেন এ ক্রিকেট কিংবদন্তি। এছাড়া বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও সমপরিমাণ অর্থ সহায়তা দিয়েছেন। তবে সাবেক অধিনায়ক ধোনি দিয়েছেন মাত্র ১ লাখ রুপি।

কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শুক্রবার (২৭ মার্চ) প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ করে অর্থ দান করেছেন টেন্ডুলকার। এটি তার সিদ্ধান্ত। কারণ, দু’টো তহবিলেই দান করতে চেয়েছেন টেন্ডুলকার।

টেন্ডুলকার ছাড়াও তার সাবেক সতীর্থ ও বর্তমানের বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন। তিনি তার রাজ্য পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর দরিদ্র শিশুদের জন্য ৫০ লাখ রুপির সমপরিমাণ চাল সরবরাহের ঘোষণা দিয়েছেন। এগিয়ে এসেছেন বাংলার তারকা ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লাও।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ লক্ষ্মী তার তিন মাসের বেতন ও পেনশন দান করেছেন। এছাড়াও ইরফান পাঠান ও ইউসুফ পাঠান বারোদা পুলিশ ও স্বাস্থ্য দফতরকে চার হাজার মাস্ক দিয়েছেন। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুণের এক এনজিওর মাধ্যমে এক লাখ টাকা দান করেছেন।

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৮৬৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন মারা গেছেন। এছাড়া চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন ৭৩ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার স্টেট ক্রিকেট অ্যাওয়ার্ড জিতলেন যারা

অস্ট্রেলিয়ার স্টেট ক্রিকেট অ্যাওয়ার্ড জিতলেন যারা

ভারত লকডাউনে আইপিএল নিয়ে নতুন শঙ্কা

ভারত লকডাউনে আইপিএল নিয়ে নতুন শঙ্কা

আইসিসিকে রোহিত শর্মার খোঁচা

আইসিসিকে রোহিত শর্মার খোঁচা

বন্ধ হলো আইসিসির সদর দপ্তর

বন্ধ হলো আইসিসির সদর দপ্তর