করোনাভাইরাসের কবলে পড়ে থমকে আছে গোটা বিশ্ব। করোনা মোকাবেলা করতে অনেক খেলোয়াড় ও ক্রিকেট বোর্ড সাহায্যের হাত বাড়াচ্ছেন। এবার সেই কাতারে যোগ দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনাভাইরাসের এমন দুর্যোগময় পরিস্থিতিতে প্রতিদিন দুপুরে ৩০০ জন দুস্থ লোকের খাবার সরবরাহ করবে বাফুফে।
শুক্রবার দুপুর থেকে এ খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মতিঝিলের বাফুফে ভবনের সামনে অসহায় মানুষদের মধ্যে ৩০০ প্যাকেট খিচুড়ি বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খাদ্য বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ।
অসহায়দের মাঝে খাদ্য বিতরণ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা চেষ্টা করছি যত রকমভাবে পারা যায় সাহায্য করতে। আমরা জানি, অনেক দিনমজুর আছেন তাদের এখন সব কাজ বন্ধ। নির্মাণ সাইড বলেন, রিকশা বলেন- সব কিছুই বন্ধ।
সে জন্য আমরা কিছু খাদ্যের ব্যবস্থা করেছি। প্রতিদিন দুপুরে আমরা খাদ্য অসহায় মানুষ যাদের দরকার তাদের মধ্যে বিতরণ করবো। আমি বিশ্বাস করি, আমাদের মতো সবাই যদি এভাবে এগিয়ে আসে, এই কাজগুলো করে তাহলে বহু মানুষ বিপদ থেকে রক্ষা পাবেন।’