ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর ক্রিকেটার পরিচয় বাদেও গায়ক হিসেবে একটা পরিচয় রয়েছে। চ্যাম্পিয়ন ও এশিয়া নামের দুইটি গান করে ইতোমধ্যে বেশ সাড়াও ফেলেছেন। এশিয়া ও চ্যাম্পিয়নের পর বর্তমান মরণঘাতী করোনাভাইরাস নিয়ে গান করলেন ব্রাভো। 'আমরা হাল ছাড়ছি না' শিরোনামে গানটি করেন।
‘আমরা হাল ছাড়ছি না’ গানের কথায় করোনাভাইরাসের কারণে বর্তমান বিশ্ব পরিস্থিতি ফুটিয়ে তুলেছেন। এই মহামারি থেকে মুক্তি পেতে কী করতে হবে, সেই সতর্কতামূলক বার্তাও দিয়েছেন। সুরের তালে তালে করোনায় আক্রান্ত দেশ গুলোর জন্য প্রার্থনাও করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস নিয়ে নতুন গানের ভিডিও শেয়ার করেছেন ব্রাভো। সেখানে তিনি লিখেছেন, ‘ভক্তরা আমাকে করোনা নিয়ে গান করতে বলেছিল। সময়টা সবার জন্যই খারাপ। এই সময় আমাদের এক সঙ্গে থাকা উচিত। লড়াই করা উচিত এক হয়ে। #আমরাহালছাড়ছিনা।
ব্রাভোর নতুন গানের কথা গুলো-
সময়টা এখন খারাপ
খুবই দুঃখজনক অবস্থা
পুরো বিশ্বেরই এখন সাহায্য দরকার
পুরো বিশ্বে এখন সবকিছুই বন্ধ
সব বিমানবন্দর বন্ধ
কোনো ভক্ত মাঠে আসছে না
এই মহামারি সব মজা নষ্ট করে দিয়েছে।
একবার আসে ইবোলা, এখন আবার করোনা
খুবই বড় বিপর্যয়ের ব্যাপার
এখন আমাদের এক হওয়ার সময়
আমি বলছি, পুরো বিশ্বের সবাই কিন্তু লড়াকু
আমরা হাল ছাড়ছি না
আমরা হাল ছাড়ছি না
আমরা এই করোনার শেষ দেখতে চাই।
চলুন সবাই ইতালির জন্য প্রার্থনা করি
ইংল্যান্ড ও জার্মানি
ত্রিনিদাদ ও জ্যামাইকা
ভারত ও চীন
আমি আমেরিকার জন্য প্রার্থনা করি
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
করোনা থেকে বিশ্বকে কে বাঁচাবে
আমরা হাল ছাড়ছি না
আমরা হাল ছাড়ছি না
আমরা এই করোনার শেষ দেখতে চাই।
করোনা কাউকে পাত্তা দেয় না
সে কালো, সাদা, ধনী, গরিব, হিন্দু, মুসলিম অথবা খ্রিষ্টান
আপনি কোথায় থেকে এসেছেন করোনা পাত্তা দেয় না
দিন শেষে আমরা সবাই মানুষ
আমরা হাল ছাড়ছি না
আমরা হাল ছাড়ছি না
আমরা এই করোনার শেষ দেখতে চাই।
প্রথমে সবাই ভেবেছিল করোনা তেমন কিছুই না
পরে দেখা গেল এটা খুবই ভয়াবহ
সবাই হাত পরিষ্কার রাখুন
পরিবারের সঙ্গে ঘরে থাকুন
সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে
সারা বিশ্ব কাঁদছে
আমরা হাল ছাড়ছি না
আমরা হাল ছাড়ছি না
আমরা এই করোনার শেষ দেখতে চাই।
সেন্ট লুসিয়া, গায়ানা, শ্রীলঙ্কা
পাকিস্তান, নিউজিল্যান্ড
আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল
আমি চ্যাম্পিয়ন ডিজে ব্রাভো
আমার ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি পুরো বিশ্বে
আমরা হাল ছাড়ছি না।