৫০ লাখ টাকার চাল দিলেন গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২২ পিএম, ২৭ মার্চ ২০২০
৫০ লাখ টাকার চাল দিলেন গাঙ্গুলি

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণের মাঝে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

নিজ শহর কলকাতার বাংলার মানুষদের সাহায্যার্থে ৫০ লাখ টাকার চাল দিয়েছেন তিনি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে সিএবি জানায়, ‘লাল বাবা রাইসের সাথে যৌথ উদ্যোগে সংক্রমণের ভয়ে বিভিন্ন স্কুলে অবস্থান করা মানুষের খাওয়ার জন্য চালের ব্যবস্থা করেছেন গাঙ্গুলি। আশা করা হচ্ছে, গাঙ্গুলির এ উদ্যোগ সমাজের অন্য মানুষকে অনুপ্রাণিত করবে এবং তারাও সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবে। যেখানে দেশের মানুষদের সেবা করতে পারবেন।’

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও তার সমর্থন নিয়ে এগিয়ে এসেছেন। সরকারের জরুরিকালীন ত্রাণ তহবিলে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। সিএবি এক বার্তায় সে তথ্যও জানিয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

১২শ’ পরিবারকে মাশরাফির খাদ্য সহায়তা

১২শ’ পরিবারকে মাশরাফির খাদ্য সহায়তা

গরিব-দুঃখীদের পাশে দাঁড়ালেন লিটন-সঞ্চিতা

গরিব-দুঃখীদের পাশে দাঁড়ালেন লিটন-সঞ্চিতা

করোনায় কর্মহীনদের পাশে দাঁড়ালেন  আলিম দার

করোনায় কর্মহীনদের পাশে দাঁড়ালেন আলিম দার

ক্রিকেট খেলতে না দেওয়ায় পুলিশের উপর হামলা

ক্রিকেট খেলতে না দেওয়ায় পুলিশের উপর হামলা