ক্রিকেট খেলতে না দেওয়ায় পুলিশের উপর হামলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৬ মার্চ ২০২০
ক্রিকেট খেলতে না দেওয়ায় পুলিশের উপর হামলা

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রকোপ ক্রমান্বয়ে বেড়েই চলে গোট বিশ্বে। অন্যান্য দেশের ন্যায় ভারতেও হানা দিয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাসকে প্রতিরোধ করতে ইতোমধ্যেই ২১ দিনের জন্য ভারতকে লকডাউন করে দিয়েছে ভারত সরকার। এই লকডাউনের মাঝে ক্রিকেট খেলতে না দেয়ায় পুলিশের ওপর হামলা করলো মধ্যপ্রদেশের দেয়াস জেলার মানুষেরা।

করোনাভাইরাসের কারণে ভারতকে ২১ দিনের জন্য লকডাউন করায় মোদির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভারতের তারকা। মোদি দেশবাসীকে অনুরোধ করেন ঘরে থাকার জন্য কিন্তু কে শোনে কার কথা।

বুধবার (২৫ মার্চ) বিকেলে লকডাউন অমান্য করে মধ্যপ্রদেশের দেয়াস জেলার একতা নগর কলোনির উজ্জাইন রোডে ক্রিকেট খেলতে নামে কয়েকজন যুবক। লকডাউন অমান্য করার তথ্যটি পুলিশের কানে পৌঁছালে তাদের বাঁধা দিতে ছুটে আসে পুলিশ। আর তাতেই ঘটে বিপত্তি।

ক্রিকেট খেলতে বাঁধা পুলিশ সদস্যদের গালিগালাজ করে ঐ যুবকরা। গালাগাাজের পাশাপাশি ইট পাটকেলও ছুঁড়ে মারেন তারা। এরই মাঝে এক যুবক আইনজীবী পরিচয় দিয়ে এক পুলিশ সদস্যকে থাপ্পড় মারেন।

এ খবরের সত্যতা নিশ্চিত করে পুলিশ পরিদর্শক যোগেন্দ্র সিং সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা জানতে পারলাম আমাদের একটি বাহিনী আক্রমণের শিকার হয়েছে। তৎক্ষণাৎ আরও সদস্য নিয়ে সেখানে গিয়ে দেখি, সবাই পাথর ছুড়ছে পুলিশের উদ্দেশে। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। দুজন নারী ও দুজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে জাতির উদ্দেশে মোদি বলেছেন, ‘ঘরের বাইরে বেরোনো পুরোপুরি বন্ধ। গোটা দেশ লকডাউন থাকবে। ভারতকে বাঁচাতে প্রতিটি রাস্তা ও এলাকা লকডাউন রাখতে হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক নতুন করে আয়োজনে কাজ শুরু করেছে জাপান

অলিম্পিক নতুন করে আয়োজনে কাজ শুরু করেছে জাপান

গরিব-দুঃখীদের পাশে দাঁড়ালেন লিটন-সঞ্চিতা

গরিব-দুঃখীদের পাশে দাঁড়ালেন লিটন-সঞ্চিতা

ইডেন ছেড়ে দিতে প্রস্তুত সৌরভ

ইডেন ছেড়ে দিতে প্রস্তুত সৌরভ

সমালোচনায় মেতে না থেকে লড়াইয়ে জয় সম্ভব : তামিম

সমালোচনায় মেতে না থেকে লড়াইয়ে জয় সম্ভব : তামিম