প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিত্তবানরা। এবার সেই কাতারে যুক্ত হলেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের দুইটি হাসপাতালে মোট তিনটি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট প্রতিষ্ঠা করতে অর্থের জোগান দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই কাজে তাকে সাহায্য করছেন এজেন্ট হোর্হে মেন্দেজ। দুজন মিলে এক মিলিয়ন ইউরো দান করেছেন, বাংলাদেশের হিসেবে যা ৯ কোটি ২২ লাখ টাকার সমান।
সান্তামারিয়া হাসপাতালের সভাপতি দানিয়েলে ফেরো জানিয়েছেন, ‘হোর্হে মেন্দেজ আমাদের সঙ্গে যোগাযোগ করে তাঁর ও ক্রিস্টিয়ানোর ইচ্ছার ব্যাপারে আমাদের জানান। তারা আমাদের হাসপাতালে দুটি নতুন আইসিইউ নির্মাণের জন্য অর্থের জোগান দিচ্ছেন, যাতে করোনাভাইরাস মোকাবিলা করা যায়।’
ওদিকে পোর্তোর সান আন্তোনিও হাসপাতালের প্রধান পাওলো বারবোসা ধন্যবাদ জানিয়েছেন রোনালদোকে, ‘ধন্যবাদ জানাই রোনালদো ও মেন্দেজকে এই অসাধারণ সাহায্য করার জন্য। এমন একটা সময়ে তারা আমাদের সাহায্য করলেন যখন দেশ তাদের কাছ থেকে আসলেই সাহায্য চাইছে।’ এদিকে হোর্হে মেন্দেজ পোর্তোর সান জোয়াও হাসপাতালে এর মধ্যে এক হাজার মাস্ক ও দুই লাখ পিপিই কিট সরবরাহ করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত ২০৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগালে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৩ জন। গত বৃহস্পতিবার দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা জারি করেছে পর্তুগাল সরকার।