করোনাভাইরাস আতঙ্কে দেশে সবধরনের খেলা ও অনুশীলন বন্ধ থাকলেও চলছিল আরচ্যারি ক্যাম্প। এবার এটিও বন্ধ করা হলো। কারণ, যে কারণে অনুশীলন ক্যাম্প খোলা রাখা হয়েছিল সেই টোকিও অলিম্পিকও পিছিয়ে গেছে।
৪ এপ্রিল পর্যন্ত ক্যাম্প বন্ধ থাকবে রোমান সানাদের আরচ্যারির ক্যাম্প। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়ামে এ প্রস্তুতি ক্যাম্প চলছিল। ক্যাম্প বন্ধ হওয়ায় আজ মঙ্গলবারই আর্চারদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘রাষ্ট্রীয় স্বার্থে আমরা ক্যাম্প ছেড়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ক্যাম্প শুরু করবো।’
তিনি আরও বলেন, সব আরচ্যারকে বিশেষ ব্যবস্থাপনায় বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ছেলে-মেয়েরা খুব শৃঙ্খল। আশা করছি, তারা নিজেদের সুরক্ষা করতে পারবে।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও টোকিও অলিম্পিক আয়োজনে অনড় ছিল জাপান। তবে চারদিকের চাপের মুখে মঙ্গলবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখের সাথে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বৈঠকে সিদ্ধান্ত হয় এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক।