বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের মাঝেও অলিম্পিক আয়োজনে অটল ছিল জাপান। তবে সেটি আর ধরে রাখতে পারলো না। দেরিতে হলেও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হলো টোকিও অলিম্পিক।
টোকিও অলিম্পিক এক বছরের জন্য পেছানোর ব্যাপারে মঙ্গলবার (২৪ মার্চ) একমত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ। গোটা বিশ্ব যখন মহামারি হয়ে ওঠা করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত তখন এ ব্যতিক্রম সিদ্ধান্ত গ্রহণে সম্মত হয়েছেন তারা।
আইওসি প্রধানের উদ্বৃতি দিয়ে শিনজো আবে বলেছেন, ‘আমি পরবর্তী এক বছরের জন্য গেমস স্থগিতের প্রস্তাব দিয়েছি, যাতে শতভাগ সম্মতি জ্ঞাপন করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।’
After his telephone talks with IOC President Bach, PM Abe spoke to the press and explained that the two have agreed that the Tokyo Olympic Games would not be cancelled, and the games will be held by the summer of 2021. pic.twitter.com/ihe8To2g3R
— PM's Office of Japan (@JPN_PMO) March 24, 2020
বিশ্বজুড়ে চলা অব্যাহত সমালোচনার মাঝেও জাপান সরকার আর জাপানের অলিম্পিক কমিটি আর আইওসি বারবারই বলে আসছিল, গেমস যথাসময়ে ২৪ জুলাই শুরু হবে। সেটা যদি দর্শকশূন্য গ্যালারিতেও আয়োজন করতে হয়, তাই করা হবে।
কারণ এরই মধ্যে দেশটির সরকার গেমস আয়োজনের পেছনে ১ হাজার ২০০ কোটি ডলার খরচ করে ফেলেছে। এরপর ২৩ মার্চ (সোমবার) কানাডা ও অস্ট্রেলিয়া এবারের অলিম্পিকে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পর টনক নড়ে জাপান সরকারের।
১২৪ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো স্থগিত করা হলো অলিম্পিক গেমস। এর আগে বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬, ১৯৪০ এবং ১৯৪৪ সালের অলিম্পিক হয়নি।