করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্রমশই বিছিন্ন হয়ে যাচ্ছে সব। প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। উপমহাদেশের মানুষকে কোয়ারেন্টাইনে থাকতে বললেও তা মানছেন না অনেকেই। ফলে বিস্তার লাভ করছে প্রাণঘাতী এ ভাইরাস।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাস থেকে সচেতন করলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সচেতনামূলক এক বার্তা দিয়েছেন তিনি।
সোমবার (২৩ মার্চ) মাশরাফি বিন মর্তুজা লিখেন, ‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়। বাসায় থাকুন, নিরাপদে থাকুন।’
পোস্টের সাথে এমন সম্বলিত একটি ছবিও শেয়ার করেছেন তিনি। ছবিতেও করোনা সচেতনায় সকর্ত করেছেন মাশরাফি।
করোনাভাইরাসের কারণে বিশ্বের ক্রীড়াঙ্গন থমকে গেছে। খেলোয়াড়রাও মাঠে না যেতে পেরে বাসায় বসে অবসর সময় কাটাচ্ছেন। এ ভাইরাসের কারণে বাংলাদেশেও সবধরনের খেলাধুলা স্থগিত করা হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ছাড়াও সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার মানুষকে সচেতন করেছেন। প্রচার করছেন সতর্কতামূলক বার্তা ও ভিডিও।
এখন যৌবন যার বাসায়
— Mashrafe Bin Mortaza (@ImMashrafe02) March 23, 2020
থাকার তার শ্রেষ্ঠ সময়.....
Be safe. Be at home!#COVIDー19 #M2 #MM2 pic.twitter.com/gclCHDYNTo