কোয়ারেন্টিনে কুমার সাঙ্গাকারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৩ মার্চ ২০২০
কোয়ারেন্টিনে কুমার সাঙ্গাকারা

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে দমে আছে গতিশীল পৃথিবীটা। সময়ের বিবর্তনে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনায় আক্রান্ত রোগীর মত প্রাণ হারানো ব্যক্তির সংখ্যাটাও নেহাত কম নয়। করোনার কারণে লন্ডন থেকে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে গেলেন কুমার সাঙ্গাকারা।

চীনের উহান প্রদেশ থেকে বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। ছোঁয়াছে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। লঙ্কান সাবেক এই তারকা ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন বাড়তি সতর্কতার জন্য কলম্বোতে নিজ বাড়িতে ‘বন্দি’ হয়েছেন।

রোববার (২২ মার্চ) নিউজ ফার্স্ট ওয়েবসাইটকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বর্তমান সভাপতি সাঙ্গাকারা জানান, আমার শরীরে করোনার কোনো উপসর্গ কিংবা ওরকম কিছু নেই। তবু সরকারের নির্দেশনা মেনে চলছি। আমি এক সপ্তাহ আগে লন্ডন থেকে ফিরেছি। একটি খবরে বলতে শুনলাম যারা ১ থেকে ১৫ মার্চের মধ্যে শ্রীলঙ্কায় এসেছে তাদের স্বেচ্ছা কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে।

ইতোমধ্যেই করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের কবলে পড়ে এখন পর্যন্ত ১৪ হাজার ৬৪১ জন মারা গেছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার জন।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

টোকিও অলিম্পিক থেকে নিজেদের সরিয়ে নিল কানাডা

টোকিও অলিম্পিক থেকে নিজেদের সরিয়ে নিল কানাডা

পিছিয়ে যাচ্ছে টোকিও অলিম্পিক

পিছিয়ে যাচ্ছে টোকিও অলিম্পিক

নিয়ম ভেঙে রাষ্ট্রপতির ভবনে মেরি কম

নিয়ম ভেঙে রাষ্ট্রপতির ভবনে মেরি কম

করোনা মোকাবেলায় এগিয়ে এলো আফ্রিদি ফাউন্ডেশন

করোনা মোকাবেলায় এগিয়ে এলো আফ্রিদি ফাউন্ডেশন