পৃথিবীর জুড়ে যখন করোনাভাইরাস আতঙ্কে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক টুর্নামেন্ট। তখন জাপানের টোকিও অলিম্পিক নির্ধারিত সময়ে আয়োজনের সিদ্ধান্তে অটল অবস্থান আয়োজকদের। তবে একটু দেরিতে হলেও গেমস স্থগিতের আলোচনায় বসতে যাচ্ছে আয়োজকরা।
চারিদিকে সব খেলাধুলা বন্ধ থাকলেও আয়োজকদের ইচ্ছা ছিল নির্ধারিত সময়েই আয়োজন করবেন গেমস। তবে করোনার কারণে আয়োজকরা জানিয়েছে গেমস পিছানোর ব্যাপারে তারা আলোচনায় বসবে। শুরুর দিকে অবশ্য আলোচনায় বসতেই রাজি হয়নি টোকিও অলিম্পিকের আয়োজকরা।
এরই মাঝে শুক্রবার (২০ মার্চ) টোকিওতে পৌঁছে গেছে এবারের অলিম্পিক মশাল। তাতে আরও বেশি আশা জাগিয়েছিল আয়োজকদের। তবে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হওয়ায় এক প্রকার বাধ্য হয়েই গেমস পিছানোর সিদ্ধান্তের আলোচনায় বসতে হচ্ছে তাদের।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, টোকিও অলিম্পিক আয়োজক কমিটির এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, অবশেষে আমাদের নির্দেশ দেয়া হয়েছে গেমস পেছানোর ব্যাপারে আলোচনা করার জন্য। আমরা ভিন্ন পরিকল্পনার দিকে এগুচ্ছি। হয়তো প্ল্যান বি, সি বা ডি বাস্তবায়ন করা হবে। যেখানে স্থগিত করার সময়টাও ভিন্ন হবে।’
আরেকটি সূত্র জানাচ্ছে, গেমস পেছানোর ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে আয়োজকরা। অলিম্পিক স্থগিত করার সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, এর মূল্য তত বেশি দিতে হবে বলে জানিয়েছে সুত্রটি। ফলে অতিশীঘ্রই গেমস পেছানোর সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।