ভারতের বক্সার ও রাজ্য সভার সংসদ সদস্য মেরি কম বিদেশ থেকে দেশে ফিরে কোয়ারেন্টিনে না থেকে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের মধ্যে তার এমন কাণ্ডে শুরু হয়েছে সমালোচনা।
নিয়ম অনুযায়ী বিদেশ থেকে ফিরলে শরীরে সংক্রমণের কোনও চিহ্ন না থাকে তাহলেও নিজ বাড়িতেই ‘সেলফ কোয়ারেন্টিনে’ থাকতে হবে। তবে মেরি কম ১৩ মার্চ (শুক্রবার) জর্ডন থেকে দেশে ফিরেছেন। তবে ১৪ দিন কোয়ারেন্টিনে না থেকে গত বুধবার (১৮ মার্চ) রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের আয়োজন করা ব্রেকফাস্টে রাষ্ট্রপতি ভবনে অংশ নেন তিনি।
প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার অফিশিয়াল টুইটার হ্যান্ডলে সেই ব্রেকফাস্টের ছবি পোস্ট করা হয়েছে। সেখানেই বাকিদের সঙ্গে মেরি কমকেও দেখা যাচ্ছে। সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রেসিডেন্ট কোবিন্দ উত্তর প্রদেশ ও রাজস্থানের সাংসদদের নিয়ে রাষ্ট্রপতি ভবনে ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন।’
সেই একই দিনে বিজেপির সংসদ সদস্য দুষ্মন্ত সিংয়ের দেখা হয় বলিউডের গায়িকা কনিকা কাপুরের সঙ্গে, যিনি প্রেসিডেন্টের বাড়িতে উপস্থিত ছিলেন। তবে আপাতত তিনি সেলফ কোয়ারেন্টিনে রয়েছেন।
তবে বক্সিং কোচ সান্তিয়াগো নিয়েভা শুক্রবার আইএএনএসকে বলেছেন, ভারতীয় বক্সিং দলের সদস্যরা যারা জর্ডনে গিয়েছিলেন তারা সবাই ১৪ দিনের জন্য গৃহবন্দি রয়েছেন।
এদিকে মেরি কম প্রেসিডেন্টের ইভেন্টে অংশ নিয়েছিলেন বলে স্বীকারও করেছেন। এক বার্তায় তিনি বলেছেন, ‘আমি জর্ডন থেকে ফেরার পর থেকেই বাড়িতে রয়েছি। প্রেসিডেন্টের ইভেন্টে গিয়েছিলাম কিন্তু সেখানে কারো সাথে হাত মেলাইনি।’