করোনা মোকাবেলায় এগিয়ে এলো আফ্রিদি ফাউন্ডেশন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২২ মার্চ ২০২০
করোনা মোকাবেলায় এগিয়ে এলো আফ্রিদি ফাউন্ডেশন
শহীদ আফ্রিদি! তিনি ক্রিকেটার হিসেবে যতটা বড় মানুষ হিসেবে তিনি তার থেকেও বড়। মানুষের সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে থাকার জন্য গড়ে তুলেছিলেন আফ্রিদি ফাউন্ডেশন নামের একটি আর্তমানবতার ফাউন্ডেশন। পৃথিবী যখন করোনায় থমকে গেছে ঠিকই তখনই মানুষের পাশে দাঁড়ালেন আফ্রিদি, এগিয়ে এলো তার আফ্রিদি ফাউন্ডেশন।
 
বিশ্বের বিভিন্ন দেশের মত পাকিস্তানেও করোনার উত্তাপ ছড়িয়েছে। করোনা প্রতিরোধে মানুষের সচেনতা তৈরী ছাড়াও জরুরি জিনিসপত্র সরবরাহ করছে আফ্রিদি ফাউন্ডেশন। শুধু তাই নয় করোনায় আক্রান্ত রোগীদের সেবায় আইসোলেশন ওয়ার্ডও তৈরী করেছে এই সংস্থাটি।
 
নিজের ফাউন্ডেশন থেকে দুস্থ-অসহায়দের সেবার বিষয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন আফ্রিদি। সেখানে নিজের ফাউন্ডেশনের কার্যক্রম চালানোর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন।
 
এরপর আফ্রিদি লিখেছেন, ‘মহামারী কোভিড-১৯ এর কারণে চলমান সংকটে আমাদের সবার দায়িত্ব একে অপরকে সাহায্য করা এবং অসহায়দের নিয়ে ভাবা। সচেতনতা সৃষ্টি, সতর্কতামূলক তথ্য দেয়ার মাধ্যমে কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াই করতে আমি আমার কাজ করে যাচ্ছি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

আতঙ্কিত না হওয়ার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর

আতঙ্কিত না হওয়ার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাষ্ট্রপতির এলাকায় নির্মিত হবে তিনটি স্টেডিয়াম

রাষ্ট্রপতির এলাকায় নির্মিত হবে তিনটি স্টেডিয়াম

একদিনের বেতন দান করলেন রোমার খেলোয়াড়রা

একদিনের বেতন দান করলেন রোমার খেলোয়াড়রা

আমরা লোভী ও নির্মম জাতি : রুবেল

আমরা লোভী ও নির্মম জাতি : রুবেল