বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশের ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ২৪ জন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি দুইজনের মৃত্যু হয়েছে।
প্রাণঘাতী এ ভাইরাস দেশে শনাক্ত হওয়ায় দেশবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে ফেসবুবে নিজের ভেরিফায়েড পেইজে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্য দ্রব্য মজুদ আছে। আতংকিত হবার কিছু নেই। জনসমাগম এড়িয়ে চলুন।’
বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিদেশ ফেরতরা ১৪ দিনের কোয়ারেনটাইনের নিয়ম মেনে চলুন। সরকার শুরু থেকেই সতর্ক আছে। ইনশাআল্লাহ বৈশ্বিক এই সমস্যা আমরা সমাধান করতে সক্ষম হবো। আল্লাহর কাছে দেশবাসীর জন্য দোয়া করুন।’
প্রাণঘাতী এ ভাইরাসের কারণে বিশ্বের ন্যায় বাংলাদেশেও বন্ধ করে দেওয়া হয়েছে সকল প্রকার খেলাধুলা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০টি ইভেন্টের আয়োজন করা হলেও সেগুলোও স্থগিত করা হয়েছে। বন্ধ রয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্ব করোনাভাইরাসে আক্রান্ত রোগীয় সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৫৬৪। তাদের মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৬৯ জন। এছাড়া এসব রোগীর মধ্যে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন ৯৫ হাজার ৮২৯ জন।