রাষ্ট্রপতির এলাকায় নির্মিত হবে তিনটি স্টেডিয়াম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ পিএম, ২১ মার্চ ২০২০
রাষ্ট্রপতির এলাকায় নির্মিত হবে তিনটি স্টেডিয়াম

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা ছিল দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের জন্য দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম বানানো হবে। যাতে করে দেশের প্রতিটি জায়গার ছেলে মেয়েরা খেলাধুলার জন্য সমান সুযোগ সুবিধা পায়। তারই বদৌলতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এলাকা কিশোরগঞ্জের তিনটি উপজেলায় তিনি স্টেডিয়াম বানানো হচ্ছে।

রাষ্ট্রপতির এলাকা কিশোরগঞ্জের ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় দুইটি মিনি স্টেডিয়াম ও একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম বানানো হবে। এ বিষয়ে আলোচনার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি জানান, দেশের ক্রীড়াঙ্গন সঠিকভাবে এগোচ্ছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘যুব বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এবং গত সাউথ এশিয়ান গেমসে সর্বোচ্চসংখ্যক পদক পাওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সাফল্যগুলো প্রমাণ করে দেশের ক্রীড়াঙ্গন সঠিক পথে এগোচ্ছে। এসব অর্জন সরকারের সার্বিক উন্নয়নের বহিঃপ্রকাশ।’

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. আকতার হোসেন, রাষ্ট্রপতির সামরিক সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব এবং একান্ত সচিবসহ অন্য কর্মকর্তারা।



শেয়ার করুন :


আরও পড়ুন

একদিনের বেতন দান করলেন রোমার খেলোয়াড়রা

একদিনের বেতন দান করলেন রোমার খেলোয়াড়রা

আমরা লোভী ও নির্মম জাতি : রুবেল

আমরা লোভী ও নির্মম জাতি : রুবেল

টোকিও অলিম্পিক পেছানোর দাবি

টোকিও অলিম্পিক পেছানোর দাবি

তরুণী ভক্তের আবদার ফিরিয়ে দিলেন কোহলি

তরুণী ভক্তের আবদার ফিরিয়ে দিলেন কোহলি