প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। থমকে গেছে স্বাভাবিক জীবন। স্থবির হয়ে পড়ছে পুরো অর্থনীতি। এ বিপদ থেকে কাটিয়ে উঠতে সর্বাত্মক চেষ্টা করছে পুরো বিশ্ব। তবে এর মাঝেও কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে পকেট কাটছে সাধারণ মানুষের।
করোনাভাইরাস আতঙ্কের মাঝে ইতোমধ্যে ঢাকাসহ সারাদেশের নিত্যপণ্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে। এসব বিষয় নিয়ে এবার অসৎ ব্যবসায়ীদের কড়া ভাষায় সমালোচনা করলেন টাইগার পেসার রুবেল হোসন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা।’
শনিবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এসব বিষয় নিয়ে একটি পোস্ট দিয়েছেন রুবেল হোসেন। সেখানেই দেশের অসৎ ব্যবসায়ীদের নিয়ে কথা বলেন তিনি।
তিনি বলেন, লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০\১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!
তিনি বলেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই। কেন? মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়াচ্ছে, তারাই আসলে দেশের করোনাভাইরাস।