করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। দিন দিন বেড়েই চলেছে প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ। এ নিয়ে সতর্কতা চলছে পুরো বিশ্বে জুড়ে। সেই তালিকায় আছেন ক্রিকেট বিশ্বের বাঘা-বাঘা খেলোয়াড়রা। নিজেরা সতর্ক থাকছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক থাকার বার্তাও দিচ্ছেন ক্রীড়াবিদরা।
বর্তমান পরিস্থিতির কারণে বেশ সর্তক ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এক তরুণী ভক্তের সেলফি তোলার আবদারে কর্ণপাত করেননি তিনি।
তরুণী ভক্তের সেলফি তোলার আবদার ফিরিয়ে দিয়ে সোজা হেঁটে যাচ্ছেন কোহলি, এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান বন্দর থেকে বের হচ্ছেন কোহলি। এমন সময় এক তরুণী কোহলির দিকে এগিয়ে গেছেন সেলফি তুলতে। কিন্তু সোজা হেঁটে চলে গেলেন মাস্ক পড়া কোহলি।
তবে সেটি কোন বিমানবন্দর ছিল, তা ভিডিওতে উল্লেখ নেই। ধারণা করা হচ্ছে, ১২ মার্চ (বৃহস্পতিবার) ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হবার পরের ভিডিও। ধর্মশালা থেকে লখনৌতে ফিরছিল ভারতীয় দল। অবশ্য করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পরবর্তীতে সিরিজটি স্থগিত করে দেয় ভারত ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।