বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় টোকিও অলিম্পিকের আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও গেমসের মশাল গ্রহণ করলো জাপান। শুক্রবার (২০ মার্চ) বিশেষ একটি বহর দিয়ে মশালবাহী চার্টার বিমানকে অভ্যর্থনা জানিয়ে অবতরণ করায় জাপান।
জাপানের অলিম্পিক কমিটির সদস্যরা গেমসটি স্থগিতের আহ্বান জানালেও অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ ‘ভিন্ন পরিস্থিতিতে’ গেমস আয়োজনের কথা বিবেচনা করছেন।
নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘আমরা অবশ্যই ভিন্ন পরিস্থিতিতে বিবেচনা করছি। তবে সাড়ে চার মাস আগে বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং পেশাদার লিগের বিপরীতে রয়েছি। এ মুহূর্তে স্থগিতের কথা ভাবা ঠিক হবে না। কারণ এখনো এমন সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। টাস্ক ফোর্সের কাছ থেকে আমরা এখনো কোন পরামর্শ পাইনি।’
কোভিড-১৯ এর আগ্রাসনে গেমস আয়োজনে অনিশ্চিয়তার মধ্যেই শুক্রবার জাপানের উত্তরাঞ্চলীয় মাতসুশিমা বিমান ঘাঁটিতে অলিম্পিক মশালের আগমন ঘটে। তবে ২০০ স্কুল শিশুদের নিয়ে এ মশাল গ্রহণের আনুষ্ঠানিকতার কথা থাকলেও সেটি বাতিল করে জাপানের আয়োজকরা।
তবে এর পরিবর্তে কয়েক ডজন অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতিতে মশালে আগুন প্রজ্জলন করেছেন সাবেক অলিম্পিক জুডো চ্যাম্পিয়ন সাওরি যোশিদা ও তাদাহিরো নুমুরা।
এ সময় টোকিও অলিম্পিকের প্রধান যোশিরো মরি বলেন, ‘অলিম্পিক মশালকে স্বাগত জানানোর কথা ছিল শিশুদের। তবে তাদের স্বাস্থ্যগত নিরাপত্তার কথা ভেবে আমরা সেই পরিকল্পনা বাতিল করেছি।’
২৬ মার্চ (বৃহস্পতিবার) শুরু হবে অলিম্পিক মশালের দেশব্যাপী পরিভ্রমণ। ২০১১ সালে ভূমিকম্প, সুনামি ও পারমাণবিক বিপর্যয়ে পড়া জে-ভিলেজ স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হবে এ মশাল র্যালি। তবে র্যালিকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করে প্রতিদিনের অনুষ্ঠানমালা বাতিল করা হয়েছে এবং জনসমাগম এড়িয়ে চলার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।